
একজন ব্যক্তি একটি সংগঠন। বাতেলের বিরুদ্ধে প্রচন্ড দ্রোহ। হকের ঝান্ডাবাহী আমরণ সিপাহী। সিপাহসালার আমিনী। মুফতি ফজলুল হক আমিনী। ১২-১২-১২ এর আজকের এই দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছেন তিনি। তাকে নিয়ে যমযম টোয়েন্টিফোর ডটকমের বিশেষ আয়োজন “সিপাহসালার আমিনী”।
আল্লামা মুফতি আমিনী রহ. এর জীবন-কর্মের নানা দিক নিয়ে আমরা লিখতে পারি তাতে। আমাদের বিশ্বাস, তাঁর জীবন-কর্ম নিয়ে পর্যালোচনা করা হলে এই ক্রান্তিকাল থেকে দেশ ও জাতি উত্তরণের পাথেয় খুঁজে পাবে।

আহ্! আজকের এই ক্রান্তিলঘ্নে মুফতি আমিনী রহ্ঃ কে বড়ই মিস করছি।
আল্লাহ তাআলা এই জাতিকে কতবড় পরিক্ষায় ফেলে দিলেন! জাতি আজ কান্ডারী হারা, দিশাহারা।
Mofti amini. ajke tomake onek onek dorkar.batiler biroddhe tomar Moto kotha bolar keo nay.