
ঝালকাঠি রাজাপুরের প্রখ্যাত আলেমেদ্বীন গালুয়ার পীর নামে খ্যাত হযরত মাওলানা আব্দুল হক ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার রাত ১০টায় গালুয়া নিজ বাড়িতে তিনি ইহকাল ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনীসহ আত্মীয়-স্বজন ছাড়াও অসংখ্য মুরিদান ও গুণগ্রাহী রেখে যান।
তিনি সবার কাছেই শ্রদ্ধেয় ছিলেন। তাইতো তার নামাযে জানাযায় নামে জনতার ঢল। বৃহস্পতিবার বাদ আছর নিজ বাড়ির মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ-সউদী সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ বজলুল হক হারুন এমপি (ঝালকাঠি-১) অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এলাকার মুরব্বিগণসহ দক্ষিণাঞ্চলের প্রখ্যাত আলেম-ওলামা, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার প্রায় অর্ধ লক্ষ মানুষ উপস্থিত ছিলেন। নামাজের পূর্বে মরহুমের জীবনী নিয়ে দেশ বরেণ্য আলেম-ওলামারা বক্তব্য রাখেন।
