
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘পাকিস্তানে জন্ম নেয়া বাংলাদেশি ও আফগান বংশোদ্ভুতদের নাগরিকত্ব দেবে তার সরকার। দেওয়া হবে জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট। ‘
গতকাল রবিবার করাচি সফরে গিয়ে এ ঘোষণা দেন পাকিস্তান তেহরিক-ই-ইনাসাফ থেকে বিপুল ভোটে জয়ী এ নেতা। সরকারের দায়িত্ব নেয়ার পর এটাই ইমরান খানের প্রথম করাচি সফর।
অার প্রথম সফরেই এ যুগান্তকারী ঘোষণা দিলেন ইমরান খান। করাচিতে তিনি বলেন, এই শহরে কয়েক লাখ অনিবন্ধিত বাংলাদেশি ও আফগান নাগরিক বসবাস করছে। শহরটিতে কোনো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেই। ওইসব বাংলাদেশি ও আফগান জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট পায়নি।এ কারণে তারা কোনো চাকরি পায় না।
ইমরান খান আরও বলেন, এ বেকারত্বের কারণে সেখানে ব্যাপক হারে অপরাধমূলক কর্মকান্ড বাড়ছে। সিন্ধু মেট্রোপলিটনের রাস্তায় ব্যাপক হারে অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

Well, Im surprised you all left the very further greatest one for me.?
Daddy saiԁ with a teasing smile. ?Ιt?s that he despatched Jesus to die fоr us and
provides us life endlessly and ever and that because of
that we are going to be a family in heaven for millions of years.
That?s pretty good іsnt it?