
দেশের প্রখ্যাত আলেম শিক্ষাবিদ আল্লামা আযহার আলী আনোয়ার শাহ অসুস্থ হয়ে রাজধানীর ধানমণ্ডির শঙ্করের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হঠাৎ করেই দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এ আলেমের শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (২৫ জানুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ডা. তাহসিন সালামের তত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।
জাগ্রত কবি মুহিব খান তার ফেসবুক পেজে লেখেন, আমার আব্বার সাথী ও সহকর্মী, আমার উসতায, আজীবন কিশোরগঞ্জ নিবাসী, ঐতিহাসিক শহীদি মসজিদের খতীব, আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম, বেফাকের ভাইস চেয়ারম্যান, হযরতুল আল্লাম মাওলানা আযহার আলী আনোয়ার শাহ (শাহ সাহেব হুযুর) দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত হয়ে ব্যাংকক থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরে বর্তমানে ঢাকার একটি হাসপাতালে অন্তিম শয্যায় রয়েছেন।
আমি বিশ্ববাসীর কাছে তাঁর জন্য নেক দু’আ কামনা করছি। আল্লাহ রহম করুন। শান্তি ও আরামের ফায়সালা করুন। আমীন।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম। তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

দোয়া তো ছেয়েছেন কিন্তু তিনি তো চলে গেলেন । আল্লাহ ওনাকে বেহেসতের উচ্ছ মাক্বাম দান করুন আমিন ।