
ব্রাহ্মণবাড়িয়া কান্দিপাড়ার স্থানীয় এক মুসলিম যিনি ইতিপূর্বে কাদিয়ানী ছিলেন আজ ১৫ জানুয়ারি বুধবার সকাল ১১ টার দিকে জামিয়া ইউনুছিয়ার অফিসে এসে তার অবস্থা বর্ণনা করেন। সে বলেন যে, “আমরা ১৭ জন তওবা করে ইসলাম ধর্মে ফিরে এসেছি। এজন্য আমাদেরকে সর্বদাই কাদিয়ানীরা চাপ সৃষ্টি করে এবং জুলুম ও নির্যাতন করে।”
ভিডিওতে তার পরিচয় ও কেন সে কাদিয়ানী ধর্ম থেকে ফিরে এসেছে এবং তাদের উপর কীভাবে জুলুম নির্যাতন করা হয় এর বর্ণনা দেয়।
এ সময় মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুর রহীম সহ জামেয়ার সিনিয়র কয়েকজন উস্তায এবং জেলার দুইজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।
এছাড়া তাদের আরও অভিযোগ হচ্ছে যে, তাদের বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে ভ্রান্ত কাদিয়ানীরা এবং সার্বক্ষনিক তাদের প্রতি নজর রাখছে। ফলে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে না এবং বাহির থেকেও তাদের সঙ্গে কেউ এসে সাক্ষাৎ করতে পারছে না।
