
বি-বাড়িয়ায় কাদিয়ানী কর্তৃক মসজিদ মাদ্রসায় হামলার প্রতিবাদে বাদ আসর হাটহাজারীতে প্রতিবাদ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।
গত রাতে বি-বাড়িয়া কান্দিরপাড়ে খতমে নবুওয়াত মাদরাসা দখলের উদ্দেশ্যে কাদিয়ানী সন্ত্রাসী কর্তৃক নিরিহ ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ ও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবীতে আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর আহবানে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী শাখার ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হবে।
আজ ১৫ জানুয়ারী বুধবার বাদ আসর ঐতিহাসিক হাটহাজারী ডাক বাংলো চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
উক্ত প্রতিবাদ সমাবেশে যোগদান করে ঈমানী দায়িত্ব পালনের আহবান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা।
