
আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আশরাফ আলীর ইন্তেকালে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করে সাংসদদের নিয়ে দুআ করেছেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে এমপি ইউনুস আলী সরকারের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একে একে আমাদের অনেক সাথী চলে যাচ্ছে, এটা দুঃখজনক। এটাই নিয়ম- জন্মিলে মৃত্যুবরণ করতে হবে।
এসময় তিনি সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার, ফজিলাতুন নেসা বাপ্পি ও স্থপতি রবিউল হোসেনের প্রতি গভীর শোক প্রকাশ করেন।
