
আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ইজতেমা। কিন্তু এরই মধ্যে জমে উঠেছে টঙ্গীর ময়দান। নজমের সাথীদের উদ্দেশে আজ আলোচনা হয়েছে, যা আজ সন্ধ্যায় হওয়ার কথা ছিল তা আজ সকালেই শুরু হয়েছে বলে জানা গেছে। নজমের বয়ান করেছেন মাওলানা রবিউল হক ছাহেব।
বয়ানে তিনি বলেন, এত কষ্টে করে এসে এখানে যদি কেউ দুনিয়াবী কথা বলেন তাহলে এটা অনেক বড় গাফলতের কথা। এই তিন দিনকে তিনি দুনিয়াবী কাজে না কাটিয়ে দ্বীনী কাজে দ্বীনী ফিকরে কাটাতে তরগীব দেন।
ইতিমধ্যে লক্ষ লক্ষ মুসল্লি ময়দানে হাজির হয়েছেন। তাদের অধিকাংশই দেখা যায় মুরুব্বী ও তাবলীগের পুরানো সাথী। অংশ গ্রহণকারী একজনকে বলতে শোনা যায়, অন্যান্যবার ইজতেমা যেদিন শুরু সেদিন আসতেন। কিন্তু এবার চলে এসেছেন একদিন আগেই।
আলেম ওলামাদের মেহনতের বরকতে তাবলীগের কাজে নতুন ধরণের একটি চাঞ্চল্য লক্ষ করা যাচেছ বলে অনেকে মনে করেন।
