
দুদিনের মধ্যে ঢাবি ছাত্রীর ধর্ষক মজনুকে ধরা গেছে। ধন্যবাদ সরকারকে। কিন্তু সাথে সাথে কিছু প্রশ্ন তোলাও জরুরী এখন।
কুমিল্লায় তনু ধর্ষন আর হত্যার ঘটনা ঘটেছে প্রায় চার বছর আগে। সে ঘটনার পাশবিকতা স্তদ্ধ করেছিল গোটা সমাজকে। মজনুকে এক লহমায় ধরা গেলে, তনুর ধর্ষক/হত্যাকারীকে ধরা গেল না কেন আজো?
এটা কি মজনু আর তনুর ধর্ষকের শ্রেনীচরিত্র ভিন্ন বলে? মজনু তুচ্ছাতিতুচ্ছ একজন ব্যক্তি। তনুর হত্যাকারী নিশ্চয় এমন তুচ্ছ নয়। সে বা তারা নিশ্চয় ক্ষমতাবলয়ের কেউ। তা না হলে এতো ভিন্নতা কেন?
মজনুকে গ্রেফতার সরকারের সামর্থ্যের প্রমান হলে এটা অন্যান্য ক্ষেত্রে দেখানো যায় না কেন? কেন হয়না তনুর ধর্ষক গ্রেফতার? কেন হয়না আরো বহু ধর্ষক গ্রেফতার?
কেন??
