
জামিয়া রাহমানিয়া আরাবিয়ার বিগত ৩৫ বছরের ফারেগীনদের সম্মানসূচক পাগড়ী প্রদানের জন্য দস্তারবন্দী সম্মেলনের আয়োজন করার সিদ্ধান্তে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ২২ ডিসেম্বর সকাল ১০ টায় রাহমানিয়ার সম্মেলন কক্ষে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মতে আগামী বছর (২০২০ সালের) ২৭-২৮ নভেম্বর সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সম্মেলন বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন-
১। মাওলানা মাহফুজুল হক ………………………আহ্বায়ক
২। মাওলানা আশরাফুজ্জামান…………………….যুগ্ম আহ্বায়ক
৩। মাওলানা মুহাম্মদ তালহা…………………….যুগ্ম আহ্বায়ক
৪। মাওলানা সিফাতুল্লাহ………………………….যুগ্ম আহ্বাক
৫। মাওলানা মামুনুল হক…………………………সদস্য সচিব
৬। মাওলানা আবদুল মুমিন……………………..যুগ্ম সদস্য সচিব
৭। মাওলানা আতাউর রহমান…………………..যুগ্ম সদস্য সচিব
৮। মাওলানা আবদুল্লাহ জাহাঙ্গীর……………….অর্থ সচিব
৯। মাওলানা রফিকুল ইসলাম…………………..যুগ্ম অর্থ সচিব
এছাড়া রাহমানিয়া ফুযালা পরিষদের নির্বাহী সদস্যবৃন্দ, প্রতিনিধি পরিষদের সদস্যবৃন্দ এ কমিটির সদস্য হিসেবে থাকবেন। এ বিষয়ে চূড়ান্ত ও বিস্তারিত সিদ্ধান্ত নিতে আগামী জানুয়ারির শেষে বাস্তবায়ন কমিটি বৈঠক করবেন।
