
রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করার লক্ষ্যে চীনের মধ্যস্থতায় আজ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকালে ত্রিপক্ষীয় ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এতদিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ত্রিদেশীয় আলোচনা হলেও এবার নানা টালবাহানায় মিয়ানমার এক স্তর নামিয়ে সচিব পর্যায়ের বৈঠকে বসতে রাজি হয়। সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে গতকাল বলেছেন, বিদায়ী বছরের মাঝামাঝি থেকে আকাঙ্ক্ষিত বৈঠকের দিকে চেয়ে আছে ঢাকা।
কিন্তু করোনা, জাতীয় নির্বাচন, সরকার গঠনসহ নানা অজুহাতে মিয়ানমার বৈঠকে অসম্মতি জানিয়ে আসছিল। সর্বশেষ গত ৯ই জানুয়ারি বৈঠকটি আয়োজনে তাদের সম্মতি মিললেও তা চূড়ান্ত মুহূর্তে পিছিয়ে দেয়। অবশেষে দেরিতে হলেও আজ বাংলাদেশ, চীন ও মিয়ানমার আলোচনায় বসছে।
ঢাকা আশা করছে, বাংলাদেশ ও মিয়ানমার উভয়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার চীনের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধির উপস্থিতি অত্যাসন্ন বৈঠককে ফলপ্রসূ করবে।
