
১লা ডিসেম্বর ইজতেমা ময়দানে উলামা, ছাত্র ও তাবলীগী সাথীদের উপর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হামলা কারী সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ ৯ ডিসেম্বর রবিবার খাগড়াছড়ি জেলার ওলামায়ে কেরাম, তাবলীগের সাথীবৃন্দ ও তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি ফরিদ মাসুদ, ওয়াসিফগং সহ হামলার মূল হোতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান।
খাগড়াছড়ির শাপলাচত্বর মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই মানববন্ধন সকাল ১০টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত চলতে থাকে।
অবশেষে সাদপন্থীদের হেদায়াত কামনা করে দোয়ার মাধ্যমে এটি শেষ হয়।
