
হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর জানাজার নামায আগামীকাল সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদে যথাসময়ে জানাযার নামায অনুষ্ঠিত হবে।
এর আগে শাইখুল হাদীস মাওলানা নূর হোসাইন কাসেমী রহ.-এর দাফন জাতীয় ঈদগাহ মসজিদে হওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রশাসন অনুমতি না দেওয়ার কারণে জাতীয় ঈদগাহে জানাযার সিদ্ধান্তটি বদল হয়েছে।
এর আগে হযরত মাওলানা কাসেমী আজ (১৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে মাওলানা কাসেমীকে এইচডিইউতে নেয়া হয়।
