
রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের উদ্যোগে “ধর্ষণ, ব্যভিচার রোধে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা” শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২.৩০ এ জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হলের দ্বিতীয় তলায় সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
আমন্ত্রিত মেহমান হিসেবে সেমিনারে উপস্থিত থাকবেন :
মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মহাসচিব : তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ।
মাওলানা আবু তাহের জিহাদী, আমীর : ইসলামি কানুন বাস্তবায়ন কমিটি বাংলাদেশ।
সেমিনারে আলোচনা পেশ করবেন :
মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, বিষয় : অপরাধ দমনে প্রচলিত আইন বনাম ইসলামী আইন
মুফতী মুজিবুর রহমান, বিষয় : ধর্ষণ-ব্যভিচার রোধে রাসুল মুহাম্মদ সা. এর ওয়াজ ও নসিহত
মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, বিষয় : বিচারক ও বিচারকের জবাবদিহিতা
মুফতী শামসুদ্দোহা আশরাফী, বিষয় : পর্দাহীনতা ও অশালীন পোশাক ধর্ষণের জন্য কেন দায়ী?
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, বিষয় : ধর্ষণ রোধে প্রচলিত আইন বনাম ইসলামী আইন
মাওলানা আব্দুল মতিন, বিষয় : রাসূল মুহাম্মদ সা. এর যুগে ধর্ষণ ও ব্যভিচারের শাস্তি
মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, বিষয় : ধর্ষণ রোধে সামাজিক সচেতনতা কতটা জরুরি?
মুফতী রাফি বিন মনির, বিষয় : ধর্ষণ বৃদ্ধির কারণ কী এবং দায় কার?
মুফতী রিজওয়ান রফিকী, বিষয় : অশ্লীলতা ও অবাধ মেলামেশা ধর্ষণের জন্য কেন দায়ী?
মুফতী রেজাউল করীম আবরার, বিষয় : ইসলামের দৃষ্টিতে সাক্ষ্য ও প্রচলিত সাক্ষ্য আইন
মুফতী আল-আমীন সরাইলি, বিষয় : ফাঁসির বিধান ও ইসলামের দৃষ্টিভঙ্গি
উক্ত সেমিনারে সভাপতিত্ব করবেন : মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, শিক্ষক, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ।
ব্যবস্থাপনায় : রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন
