
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। জানা গেছে বিকেল চারটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
গতকাল রাতে হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার বৈঠক শেষে হঠাত একটু বেশী অসুস্থ হয়ে পড়েন আল্লামা শাহ আহমদ শফী। তখনই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মেডিকেল বোর্ডে বসে এ পরামর্শ দেন। ফলে, ঢাকার আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে তাকে।
১০৫ বছর বয়সী এ প্রবীণ আলেম ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ফলে প্রায় ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত কয়েক মাসে শরীরে নানা জটিলতা দেখা দিলে একাধিক বার চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা নেন আল্লামা আহমদ শফী।
