
সাদপন্থী সন্ত্রাসীদল কর্তৃক টঙ্গীর ইজতেমা ময়দানে বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার দাবিতে আজ বাদ আসর ঢাকার লালবাগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি লালবাগ শাহী মসজিদ থেকে শুরু হয়ে পোস্তা চাঁদনী ঘাট দিয়ে চকবাজার উর্দু রোড হয়ে লালবাগ এতিমখানা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগণ ইজতেমার ময়দানে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতার না করায় নিন্দা জানান এবং তারা বলেন এখন পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় প্রশাসনের ভূমিকা সন্দেহজনক মনে হচ্ছে।
বক্তারা আরও বলেন, প্রশাসন যদি তাদের দায়িত্ব পালন করত, তাহলে ইজতেমার ময়দানে সন্ত্রাসীরা এভাবে বর্বরোচিত হামলা করতে পারত না। সুতরাং এ কথা বলা যায় যে, ইজতেমার ময়দানে সন্ত্রাসী হামলার দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
লালবাগের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন লালবাগ মাদরাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন । আরো বক্তব্য রাখেন মাওলানা জোবায়ের আহমদ, মাওলানা মুফতি মোহাম্মদ তৈয়ব, মাওলানা আবুল কাশেম, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন, চকবাজার শাহী মসজিদের খতিব মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, লালবাগ শাহী মসজিদের ইমাম মাওলানা নাসির উদ্দিন, মাওলানা জোবায়ের বকশী, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা শামসুদ্দীন, মাওলানা শামসুল হক, মাওলানা আজহারুল ইসলাম ও মাওলানা শহিদুল আনোয়ার প্রমুখ।
