
দাওরায়ে হাদিসের পরীক্ষা ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আল-হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া ১৪৪১ হিজরী শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার তারিখ নির্ধারণ উপলক্ষ্যে আজ ২৪ আগস্ট ২০২০, সোমবার বৈঠক করে। উক্ত সভায় নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়—
১। ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ, রবিবার।
পরীক্ষা শেষ হবে ২৯ সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ, মঙ্গলবার।
২। পূর্বের মত ১০ বিষয়ের পরীক্ষা হবে, ৪টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। (নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তিরমিযী-২ ও শামায়েলে তিরমিযী শরীফ এবং মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ কিতাবের ২টি প্রশ্নের ১টির উত্তর প্রদান করতে হবে।)
৩। পরীক্ষার সময় : ৩ ঘণ্টা।
–মু: অছিউর রহমান,
অফিস সম্পাদক, আল-হাইআতুল উলইয়া বাংলাদেশ
