
বিশ্ব ইজতেমার ময়দানে সা’দ পন্থীদের আক্রমণে অন্তত একজন নিহত ও কমপক্ষে সহস্রাধিক মুসল্লি আহত হয়েছেন।
আজ শনিবার সকাল ৮টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাদ কান্ধলভীর অনুসারীরা একযোগে চতুর্দিক থেকে ময়দানে অবস্থানরত তাবলীগের সাথী ও জিম্মাদারদের উপর আক্রমণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান । আক্রমণ চলে দুপুর ১২টা পর্যন্ত।
জানা গেছে, আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত একজন মারা গেছে। ওই ব্যক্তির নাম ইসমাইল মন্ডল (৭০), পিতা খলিল মন্ডল।
