
প্রেমের টানে সুদূর যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে সোজা বিয়ের পিঁড়িতে বসলেন মার্কিন মুল্লুকের প্রসিদ্ধ স্টেট ক্যালিফোর্নিয়ার বাসিন্দা সমাজকর্মী সারা মেকিয়েন।
বর বরিশাল নগরীর ২নম্বর ওয়ার্ডের কাউনিয়া প্রধান সড়কের খ্রিস্টান কলোনীর মাইকেল অপু মন্ডল। পেশায় তিনি রং মিস্ত্রি।
গায়ে হলুদ, আংটি পরিধান, ফাদারের আর্শিবাদ গ্রহণসহ যাবতীয় ধর্মীয় আচার্য পালন করে দুইদিন ধরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় তাদের। এরপর তারা নগরীর বান্দ রোডের চারু হোটেলে উঠেন।
বর অপু জানান, ২০১৭ সালের ১৯ নভেম্বর ফেসবুকে একটি বিতর্ক (ডিবেট) গ্রুপের মাধ্যমে সারার সাথে তার (অপু) পরিচয় হয়। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাদের মধ্যে। কথা হতো ভিডিও কলে। এভাবে কথা বলতে বলতে দু’জন দু’জনকে ভালোবেসে ফেলেন। ব্যক্তি সম্পর্ক পারিবারিক সম্পর্কে রূপ নেয়। এমন খবরই প্রচার করছে মিডিয়া গুলো। কোন কোন মিডিয়া তো এ খবরটিকে নানা রং লাগিয়ে অমর প্রেম কাহিনী হিসেবে প্রচার করে বাজিমাত করেছে।
কিন্তু তার এক ভিডিও সাক্ষাৎকার থেকে বেরিয়ে এসেছে আসল রহস্য। যদিও আইনশৃঙ্খলা বাহিনী তার ফেইসবুক ঘাটাঘাটি করে ইতোমধ্যে তার রাষ্ট্রবিরোধী ও ধর্ম বিরোধী প্রচারণা উদঘাটন করে ফেলেছে। সে ওই ভিডিও সাক্ষাৎকারে পরিস্কারভাবে বলছে যে, সে একজন নাস্তিক।
অবিশ্বাস্য এই ঘটনার পিছনে আসলে এটাই তার সফলতা। এ কারণেই হয়তো মার্কিন তরুণী ছুটে এসে তাকে বিয়ে করেছে অথবা বিয়ের অভিনয় করেছে।
এটিকে নিছক প্রেম কাহিনী বলে চালিয়ে দেয়া কিংবা অমর প্রেম কাহিনী আখ্যায়িত করে তাকে বাহ বাহ দেয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে এটিকে রাষ্ট্রবিরোধী ও ধর্ম বিরোধী ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন।
জানা গেছে, পুলিশ তাকে নজরদারিতে রেখেছেন। দেশ প্রেমিক জনতার আশা অচিরেই তার প্রকৃত মুখোশ উম্মোচিত হবে এবং তার ষড়যন্ত্র ভেস্তে যাবে।
