
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ইন্তিকালে উপমহাদেশের অন্যতম হাদীস বিশারদ, জমিয়েতে উলামায়ে হিন্দ এর চেয়ারম্যান, আওলাদে রাসুল আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানী দা. বা. শোক প্রকাশ করেছেন।

এক বার্তায় তিনি বলেন, ‘মরহুমের ইন্তেকাল আমি আন্তরিক ভাবে ব্যথিত হয়েছি । মাওলানার সাথে আমার সুসম্পর্ক দীর্ঘ দিনের। প্রায় অর্ধ শতাব্দি ধরে হক্সরেতের সাথে আমার এ সুসম্পর্ক।
তাঁর খেদমতের পরিধি ছিলঅনেক বিস্তৃত। সর্বক্ষেত্রে বিভিন্ন প্লাটফর্মে তার জাতীয় অবদান অবিস্বরণীয় হয়ে থাকবে । জাতির প্রত্যাশা পুরনে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। একদম সাদাসিধা জিন্দেগী যাপন করেছিলেন ।
আল্লাহ পাঁক তাঁর পরিবার তথা সকল ভক্তবৃন্দসহ সকলকে সবরে জমীল দান করেন এবং মাওলানার সকল ভাল আমলসমুহকে কবুল করে পরকালের নাজাতের জখিরাহ করে দেন আমীন!’
