
ফ্রান্স ও সুইডেনে কোরআন এবং মহানবীকে অবমাননার প্রতিবাদে কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন কর্মসূচি পালিত।
সম্প্রতি সুইডেনে পবিত্র কুরআনে অগ্নি সংযোগ ও নরওয়েতে কোরআনের পাতা ছিড়ে অবমাননা করা এবং ফ্রান্সের “Charlie Hebdo” (শার্লি এবদো) রম্য ম্যাগাজিনে মহানবী সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মানববন্ধন করেছে “সম্মিলিত কওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া” ৷
আজ (শুক্রবার) বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের প্রেসক্লাব চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সংগঠনটির মুখপাত্র— হাফেজ মুফতী এরশাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে বক্তারা বলেন, “সুইডেন ও নরওয়েতে ইসলাম বিরোধী উগ্রগোষ্ঠী আল্লাহ প্রদত্ত্ব সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগ ও সর্বশেষ নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সা. এর অবমাননা করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। পবিত্র কুরআন ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সা. এর শানে কোন ধরনের অবমাননা মুসলমানগণ সহ্য করতে পারে না। ধর্ম অবমাননা ও শান্তি বিনষ্টের অপরাধে অবিলম্বে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।”
বক্তারা আরো বলেন, “আজকে দেশ ও বিদেশে ইসলাম পন্থীরা চক্রান্তের শিকার হচ্ছে ৷
বিগত ১ লা সেপ্টেম্বর চট্টগ্রাম হাটহাজারী মাদরাসা থেকে ব্রাহ্মণবাড়িয়া নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন তরুন মেধাবী আলেম মাওলানা মিজানুর রহমান ৷ বহু খোঁজাখোঁজি করেও তার কোন হদিস পাওয়া যাচ্ছে না ৷
প্রশাসনের নিকট দাবী জানাচ্ছি, অতি দ্রুত আমাদের এই তরুন আলেমের সন্ধান দিন। অপরাধী চক্রকে আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করুন ৷ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই বলে আমাদেরকে দুর্বল মনে করবেন না ৷ এদেশে “কথিত জঙ্গী” নাটক বন্ধ করতে হবে ৷
কুরআন হাদীসের ব্যখ্যা গ্রন্থগুলোকেও “জঙ্গীবাদী বই” আখ্যা দিয়ে নিরপরাধ আলেমদেরকে গ্রেফতার করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই ৷
মানববন্ধনে মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুফতি যুবায়ের সাইফুল্লাহ, মুফতি কেফায়েতুল্লাহ বিজয়নগরী, মাওলানা ইয়াছিন আরাফাত নবীনগরী, মাওলানা সৈয়দ আবুল কাসেম, মাওলানা নাঈমুল হক সাদেকী, মাওলানা আঃ মুমিন মেসবাহ প্রমুখ।
