
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’ ও জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা ‘এনপিআর’ ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দ আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) হায়দ্রাবাদে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন। আজ (রোববার) জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ শাখার প্রেস সচিব মুহাম্মাদ ইনযিমাম উল হক এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, ‘ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের উপরে উত্তর প্রদেশ ও দিল্লি পুলিশের অত্যাচার হিটলারি বর্বরতাকে হার মানিয়েছে। এর প্রতিবাদে অমুসলিম নেতৃত্ব ও গুণীজনদের সামনে রেখে মুসলিম নেতৃত্বের একজোট হয়ে এগিয়ে আসার প্রয়োজন অনুভব করছি। দেশের চলমান পরিস্থিতির পাশাপাশি এই বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।’
গুরুত্বপূর্ণ ওই বৈঠকে জমিয়তে উলামায়ে হিন্দের পাশাপাশি জামায়াতে ইসলামী হিন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড, দারুল উলুম দেওবন্দ, মুসলিম মজলিশে মুশাওয়ারাতের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এব্যাপারে আজ (রোববার) জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি ও রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী রেডিও তেহরানকে বলেন, ‘ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতীয় গণতন্ত্রে তা অনুমোদিত। কিন্তু (সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জি ইস্যুতে) শান্তিপূর্ণ আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে আসছে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে উলঙ্গ করে মারধর করছে, মেয়েদেরকেও পিটুনি দেওয়া হচ্ছে এটা তো অন্যায় কথা! দেশে তো হিটলারি রাজ নেই। এটা তো গণতান্ত্রিক রাজত্ব।’
তিনি বলেন, সাধারণ মানুষকে প্রতিবাদ করতে হবে, এটা অন্যায় হচ্ছে। কেন্দ্রীয় সরকার সংবিধানের বিরুদ্ধে অন্যায় করছে বলেও তিনি মন্তব্য করেন।
হায়দ্রাবাদে মুসলিম নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই বৈঠকে বিশ্বখ্যাত দারুল উলুম দেওবন্দের ভাইস-চ্যান্সেলর মুফতি আবুল কাশিম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের মুখপাত্র মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি, বিশিষ্ট ইসলামী স্কলার মাওলানা আরশাদ মাদানী, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাকিল আহমেদ সৈয়দ প্রমুখ নেতৃবৃন্দের উপস্থিত থাকবেন বলে রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র : পার্সটুডে
