
সদ্যপ্রণীত নাগরিকত্ব আইন নিয়ে স্বাধীনতার পর ভারত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায়। মানবাধিকার প্রশ্নে সদা সরব এই লেখিকা বলেন, নতুন সংশোধিত নাগরিকত্ব আইন আমাদের সংবিধানের মেরুদন্ড ভেঙে ফেলবে এবং পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেবে।
গত সোমবার অরুন্ধতী ভারতীয়দের আহŸান জানান তারা যেন এই সংশোধিত নাগরিকত্ব বিল ও জাতীয় নাগরিকপঞ্জি বাস্তবায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি বলেন, এতে করে সংবিধানের মেরুদন্ড ভেঙে যাবে। এছাড়া সরকারের মুদ্রা বদল নীতিরও সমালোচনা করেন অরুন্ধতী। তিনি বলেন, তিন বছর আগে যখন মুদ্রা পরিবর্তনের ঘোষণা আসে তখন আমরা ব্যাংকের সামনে লাইন ধরে দাঁড়িয়ে ছিলাম। সেই নীতি আমাদের অর্থনীতির মেরুদন্ড ভেঙে দেয়।
অরুন্ধতী বলেন, আমরা কি আবার সেই লাইনে দাঁড়াবো। ভারত যদি সত্যিই এটা মেনে নেয় তবে আমাদের অস্তিত্ব থাকবে না। স্বাধীনতার পরে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। দয়া করে সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ান।
