
ফ্রান্সের সাপ্তাহিক বিতর্কিত রম্যপত্রিকা শার্লি এবদোতে সর্বকালের সেরামানব শান্তিদূত মহানবী মুহাম্মদ সা.-এর কার্টুন প্রকাশে বাধা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট এ্যামানুয়েল ম্যাকরন।
তিনি এই জগন্য কাজকে মত প্রকাশের স্বাধীনতা বলে মনে করেন।
লেবানন সফরকালে গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ম্যাকরণ আরো বলেন, ‘সাংবাদিক বা নিউজরুমের সম্পাদকীয় বিচার করা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির দায়িত্ব নয়। আমরা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি।’
উল্লেখ্য, ২০০৬ সালে প্রথমবার শারলি এবদো পত্রিকায় মহানবী মুহাম্মদ সা. -এর ১২টি কার্টুন প্রকাশিত হয়। মহানবীকে ব্যঙ্গ করে আঁকা কার্টুনের প্রতিবাদ করে বিশ্বের সব মুসলিম। সেই কার্টুন দম্ভভরে আবারো প্রকাশ করলো তারা। এ নিয়ে আবারো প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বে। কিন্ত ফ্রান্স বিশ্ব জনমতকে যেন তোয়াক্কাই করছে না।
