
মুসলমানদের প্রধান ধর্মীয়গ্রন্থ পবিত্র কোরআন শরীফে আগুন দেয়ার প্রতিবাদে সুইডেনের দক্ষিণাঞ্চল মালমো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শহরটিতে ভাঙচুর-অগ্নিসংযোগের মত ঘটনাও ঘটেছে।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। পবিত্র গ্রন্থ কোরআন অবমাননার প্রতিবাদে মালমো শহরে কয়েকশো বিক্ষোভকারী অংশগ্রহণ করেন।
গতবছর সুইডেনের ডানপন্থী নেতা পেলুদান কোরআন পুড়িয়ে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেন। শূকরের মাংসে আবৃত কোরআনের একটি কপি নিয়ে বলেন, এ খাদ্য যা মুসলিমদের জন্য অভিশাপ বয়ে আনছে।
ইসলামবিদ্বেষীদের উপর্যুপরি কোরআন অবমাননার ঘটনায় স্থানীয় মুসলিমদের মাঝে আতঙ্ক বাড়ছে। এবং সচেতন মানুষের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।
