
তুরস্কের ক্ষমতাসীন দল একেপি’র উপ-সভাপতি নোমান কুরতুলমুস বলেছেন, সারাবিশ্ব একটি ঋণ বৈষম্যে ভুগছে। এখানে ইসলামী অর্থনীতি সক্রিয় হলে সমস্যার সমাধান হবে। এটি বিশ্বের ঋণ সমস্যাকে দূর করতে সক্ষম হবে।
শনিবার (৮ ডিসেম্বর) ইস্তাম্বুল ইউনিভার্সিটির সাংস্কৃতিক অনুষদে বক্তব্য দানকালে এসব কথা বলেন।
নোমান কুরতুলমুস বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে একবিংশ শতাব্দীতে আবারো ইসলামী অর্থনীতি নিয়ে চিন্তা করতে হবে।
আমরা এটা নিয়ে কাজ করছি। আশাকরি আগামী ১০ বছরে অনেক অগ্রগতি হবে। আমাদের এ নিয়ে নতুন নতুন পদক্ষেপও নিতে হবে। এর জন্য বৈশ্বিক কাঠামো তৈরি করতে হবে।
