
সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘চায়না গিফট কর্ণার’ নামক একটি দোকানে পাপোশের মধ্যে মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গা কাবা শরিফ ও মদিনার ছবি পাওয়া গেছে।
বুধবার (১৯ ডিসেম্বর) রাতে কাবা শরিফ ও মদিনার ছবি সংবলিত পাপোশ বিক্রির সময় বিষয়টি উপস্থিত জনতার নজরে আসে। এ নিয়ে মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে মেলা কর্তৃপক্ষ ও পুলিশ এসে পাপোশ জব্দ করার পাশাপাশি দোকানটি বন্ধ করে দেয়।
এ ব্যপারে মনিপুরী তাতী শিল্প ও জামদানী বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গফফার বলেন- বুধবার রাতে এরকম একটি ঘটনা ঘটেছে। চায়না থেকে আনা পাপোশের বান্ডেলে কাবা শরিফ ও মদিনার ছবি পাওয়া যায়। পরে মেলা কর্তৃপক্ষ ওই দোকানের সব পাপোশ জব্দ করে ও দোকানটি বন্ধ করে দেয়।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার মেলার শেষ দিন। এর আগে গত ২৬ অক্টোবর সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ১৪তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়।
সুত্রঃ সিলেট ভয়েস
