
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী সভার মঞ্চ ভেঙে এমপি, উপজেলা চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার ফৌজদারহাট কে.এম হাই স্কুলে এ ঘটনা ঘটে। মঞ্চে নেতাকর্মীদের ভিড়ের কারণে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শুক্রবার সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়ন আ. লীগের উদ্যোগে স্থানীয় কে. এম হাইস্কুল মাঠে নৌকার প্রচারণায় এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আল মামুন।
তবে স্থানীয়দের কেউ কেউ মনে করছেন দুর্বল মঞ্চ তৈরি করার কারণেও এমনটি হতে পারে।
