
হেফাজতে ইসলামের আলোচিত নেতা, ইসলামী জোটের যুগ্ন-মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী সংসদ সদস্য পদপ্রার্থী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন তিনি। হেফাজতের আলোচিত এই নেতা ঘরে ঘরে ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন মিনার প্রতিকে মানুষের ভোট পাওয়ার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই তাকে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারাভিযানে ব্যস্ত সময় কাটাতে।
আজও হাটহাজারী চারিয়া মীর কাশেম পাড়া, কালা গাজী বাড়ি, কালা বাদ শাহ পাড়া ও হাটহাজারী সরকার হাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
হাটহাজারী ধর্মপ্রাণ ও দ্বীনদার শ্রেণীর এলাকা বলে খ্যাত এবং এ এলাকা থেকে গত উপজেলা নির্বাচনে ইসলামী ঐক্যজোটের একজন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন। এ জন্যে মাওলানা রুহি আশা করছেন, এলাকার মানুষ আগামী নির্বাচনে তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন। তিনি নির্বাচনে জয়লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
