
বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়া তৌহিদী জনতার ভাস্কর্য বিরোধী মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় মিছিলে অংশ নেওয়া অনেকের উপর মারমুখী হতে দেখা গেছে পুলিশকে।
আজ (৪ ডিসেম্বর) শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে ভাস্কর্য বিরোধী একটি মিছিল করে তৌহিদি জনতা। মিছিলটি পল্টন এলাকায় পৌঁছার পর পুলিশ লাঠিচার্জ করে সেটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় অনেকের কলার ও পাঞ্জাবি ধরে টানেন পুলিশ। মিছিলে অংশ নেওয়া কারো কারো ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে।
জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ চত্বর থেকে বিক্ষোভকারীরা বের হওয়ার চেষ্টা করলে শুরুতে তাদের বের হতে বাধা দেয় পুলিশ।
পরে তাদের বের হওয়ার অনুমতি দিলে বায়তুল মোকাররম সংলগ্ন এলাকায় তারা মিছিল করে। তবে পল্টনের দিকে এক পর্যায়ে পুলিশ মিছিলে বাধা দেয় এবং বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে। এসময় অনেককে গ্রেফতারও করা হয়।
