
সিলেটে রায়হানের মৃত্যু-রহস্য উন্মোচনে পুনরায় ময়নাতদন্তের জন্য মরদেহ কবর থেকে তোলা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় রায়হানের বাড়ির পাশেই আখালিয়া নবাব মসজিদের গোরস্থানে আসে আইনশৃঙ্খলা বাহিনী। পিবিআই সদস্যদের উপস্থিতিতে তার মরদেহ তোলা শুরু হয়।
এর আগে মামলার সাবেক তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মরদেহ ফের ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন আদালত।
গেল রোববার সকালে সিলেট মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রায়হানের। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় ফাঁড়ি ইনচার্জ এসআই আকবরসহ চার সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।
