
টেকনাফে সওতুল হেরা সোসাইটি এর উদ্যোগে শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী রহ. এর স্মরণে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার টেকনাফ পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুপুর ২টা থেকে আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফ এর প্রধান পরিচালক, শাইখুল হাদীস আল্লামা মুফতি কিফায়তুল্লাহ শফীক এর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে আরও বক্তব্য রাখেন আল্লামা নুর আহমদ, মাও. মাহবুবুর রহমান মোজাহেরী, প্যানেল মেয়র মুজিবুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী, মাও. মুনির আহমদ, মাও. সৈয়দ আলী, মাও. উসমান গনি প্রমুখ।
বক্তারা আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ১০৪ বছরের দীর্ঘ জীবনের বিভিন্ন দিক তোলে ধরেন। উক্ত দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-ছাত্ররা অংশগ্রহণ করেন।
