
যমযম ডেস্ক : প্রতি বছর ১২ ই রবিউল আউয়াল এলেই ঈদে মিলাদুন্নবীর নামে নানা জায়গায় মিছিল বের হয়। এক শ্রেণীর মানুষ সাওয়াবের আশা করে এই দিনটিকে উদযাপন করে থাকে। তবে খাটি ওলামায়ে কেরাম মনে করেন এভাবে মিছিল বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মদিন পালন করা শরীয়ত সম্মত নয়।
সারাদেশের জেলা শহরগুলোতে মিছিল বের হলেও সেদিন বি-বাড়ীয়ার চিত্র থাকে একটু ভিন্ন। বি-বাড়ীয়ার ওলামায়ে কেরাম পূর্ব থেকেই ঘোষণা দিয়ে দেন যে, ওই দিন কোনভাবেই বেদাতিদের কে মিছিল নিয়ে শহরে ঢুকতে দেয়া হবে না। সেজন্যে শহরের প্রবেশ পথে পাহারা বসিয়ে রাখেন সারাদিন।
প্রতিবারের মতো এবারও তারা পাহারা দিয়েছেন, তবে একটু ভিন্ন ভাবে। শহর ঘুরে দেখা গেছে পুলিশের সাথে যৌথভাবে পাহারার কাজ আঞ্জাম দিচ্ছেন মাদ্রাসাছাত্ররা।
